• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সলঙ্গায় আক্রান্ত ওসির তিন মেয়েসহ ৮ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি

সারা দেশ

সলঙ্গায় আক্রান্ত ওসির তিন মেয়েসহ ৮ জনের করোনা শনাক্ত

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জুন ২০২০

করোনা আক্রান্ত সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদার তিন মেয়ের শরীরেও এ ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া সলঙ্গা থানার দুই উপ-পরিদর্শক, দুজন কনস্টেবল ও একজন নারী কনস্টেবলের স্বামীও আক্রান্ত হয়েছেন। শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির।

তিনি বলেন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর শনিবার ৯৩ জনের নমুনা রিপোর্ট এসেছে। এর মধ্যে ৮ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকি ৮৫ জনের রিপোর্ট নেগেটিভ।

নতুন আক্রান্তরা হলেন- সলঙ্গা থানার ওসি জেড জেড মো: তাজুল হুদার তিন মেয়ে নোসাইবা আন্জুম, নিসাত আন্জুম, নুসরাত আন্জুম, একই থানার সহকারী উপ-পরিদর্শক, নুরুল ইসলাম, জেসমান হোসেন, দুজন কনস্টেবল রুবেল হোসেন, আলমগীর হোসেন, একজন নারী কনস্টেবলের স্বামী ও থানার মুরাদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মসলিম উদ্দিন।

এর আগে, গত ৪ জুন সলঙ্গা থানার ওসি ও একজন উপ-পরিদর্শকের শরীরে করোনা শনাক্ত হয়।

তিনি আরও বলেন, এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে। এর মধ্যে পুলিশ সদস্য রয়েছে ৩২ জন। এ পর্যন্ত তিন পুলিশ সদস্যসহ মোট ১৪ জন সুস্থ হয়েছেন। তবে নতুন করে কেউ সুস্থ হননি। জেলায় এ পর্যন্ত ২ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১ হাজার ৯৩৫ জনের নমুনা রিপোর্ট এসেছে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমান জানান, রায়গঞ্জ উপজেলার মধ্যে নতুন করে ৮ জন করোনা রোগে সনাক্তক হয়েছে। এর মধ্যে সলঙ্গা থানার ৪ পুলিশ সদস্য আক্রান্ত ওসির তিন মেয়ে ও এক নারী পুলিশ কনস্টেবলের স্বামী । সলঙ্গা থানায় যারা রয়েছে তারা কোয়াটারে চিকিৎসাধীন রয়েছে। নারী কনস্টেবলের স্বামীর বাড়ি মুরাদপুরে লকডাউনের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads