• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দেলদুয়ারে করোনায় মৃত ব্যক্তির জানাজা-দাফন করল আল ইহসান যুব পরিষদ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

দেলদুয়ারে করোনায় মৃত ব্যক্তির জানাজা-দাফন করল আল ইহসান যুব পরিষদ

  • দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ জুন ২০২০

টাঙ্গাইলের দেলদুয়ারে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির জানাজা-দাফন সম্পন্ন করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আল ইহসান যুব পরিষদের সদস্যরা । এসময় ইসলামিক ফাউন্ডেশনের সদস্যরা সহযোগিতা করেন ।

জানা যায়, উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ী গ্রামের মো. নয়ন মিয়া গত শনিবার করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । পরে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। লাশ দাফন করার জন্য উপজেলা প্রশাসনকে জানানো হলে ইসলামিক ফাউন্ডেশন ও আল ইহসান যুব পরিষদ টিমকে দাফন করার দায়িত্ব দেওয়া হয়। পরে রাত সাড়ে নয়টায় জানাযা শেষে দাফন করা হয়।

দাফন কাজে অংশ গ্রহণ করেন - আল ইহসান পরিষদের সহ-সভাপতি মুফতি আব্দুল কাদের মাহমুদ, সাধারণ সম্পাদক মুফতি আসাদুল্লাহ্ খান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর এবং আজকের দেশবাসী পত্রিকার স্থানীয় সাংবাদিক এম.তারিকুল ইসলাম তাহের, সদস্য মো . আব্দুল আলীম। ইসলামিক ফাউন্ডেশনের সদস্য হাফেজ তরিকুল ইসলাম ও হাফেজ ছানোয়ার হোসেন ।

এসময় ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও মো. মনির হোসেন সহ মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads