• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় মাস্ক ব্যবহার না করায় জরিমানা গুনলেন ১৭ জন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুমিল্লায় মাস্ক ব্যবহার না করায় জরিমানা গুনলেন ১৭ জন

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুন ২০২০

কুমিল্লার দেবীদ্বারে স্বাস্থ্য বিধি অনুযায়ী মাস্ক ব্যবহার না করায় ১৭ জনকে ৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার সকালে উপজেলার নিউমার্কেট এলাকায় বিপণী বিতানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান ও সহকারী কমিশনার (ভূমি) শাহিদা আক্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, যে ব্যবসায়ী ও পথচারী স্বাস্থ্যবিধি মানবেন না তাদের জরিমানাসহ তাদের সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান এক মাসের জন্য লকডাউন করে দেওয়া হবে। ইতোমধ্যে এ অপরাধে কয়েকটি দোকানকে লকডাউন করা হয়েছে । পথচারী যাদের মুখে মাস্ক নেই তাদের ধরে জরিমানা আদায় করা হচ্ছে। উপজেলার সর্বত্রই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসন দৃষ্টি রাখছে। কোথাও না মানলে আমরা সাথে সাথে অভিযান পরিচালনা করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads