• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সখীপু‌রে সড়ক দুর্ঘটনায় আহত মুক্তিযােদ্ধার করোনায় মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপু‌রে সড়ক দুর্ঘটনায় আহত মুক্তিযােদ্ধার করোনায় মৃত্যু

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুন ২০২০

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বীর মু‌ক্তি‌যোদ্ধা মােজাম্মেল হক (৬৬) চিকিৎসাধীন অবস্থায় কোভিড-১৯ সংক্রমিত হয়ে মৃত্যুবরণ ক‌রে‌ছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টায় ইসলামিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল উপ‌জেলার গোহাইলবা‌ড়ি‌র পা‌রিবা‌রিক কবরস্থা‌নে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করে‌ছেন।

তিনি ওই গ্রা‌মের হাবিবুর রহমানের ছেলে এবং দীর্ঘদিন ধরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাহাৰ্তা এলাকায় বসবাস করতেন।

জানা যায়, মু‌ক্তি‌যোদ্ধা মোজা‌ম্মেল হক গত ৮ জুন সখীপুর-ব‌হেড়া‌তৈল সড়‌কের লিচু বাগান এলাকায় মোটরসাই‌কে‌লের নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও পরে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে ভর্তির সময় চিকিৎসকরা তাঁর নমুনা নি‌য়ে ক‌ভিড-১৯ পরীক্ষা করলে নেগেটিভ আসে। গত ২০ জুন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

গত ২২ জুন দ্বিতীয় দফা নমুনা পরীক্ষার ফলাফলে ওই মুক্তিযোদ্ধার কোভিড-১৯ সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। প‌রে ২৭ জুন  শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, ওই বীর মু‌ক্তি‌যোদ্ধা‌কে আজ সকাল সাড়ে নয়টায় যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় ও ইসলামিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হ‌য়ে‌ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads