• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
করোনার ভয়াবহতা আসতে এখনো দেরি আছে: হু

ফাইল ছবি

সারা দেশ

করোনার ভয়াবহতা আসতে এখনো দেরি আছে: হু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ জুন ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে, মহামারির এখনো বাকি আছে, এমনকি সবচেয়ে ভয়াবহ সময়টাই এখনো আসেনি।

সোমবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে সংস্থাটির প্রধান তেদরোস আধানম গেব্রেসাস বলেন, ছয় মাস আগে চীনের উহান শহরে রহস্যময় নিউমোনিয়ার মতো অসুস্থতার খবর যখন পাওয়া যায় তখন যে আশঙ্কা করা হয়েছিল এখন পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি খারাপ। সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি।

তেদরোস আধানম বলেন, বিশ্বের প্রতি দেশকে তার মানুষকে রক্ষা করতে সঠিক পদক্ষেপ বাস্তবায়ন শুরু করতে হবে। করোনা ঠেকাতে দরকার পরীক্ষা, শনাক্ত, আইসোলেশন ও কোয়ারেন্টাইন।  তিনি আরও বলেন, 'আমরা চাই চলমান পরিস্থিতির অবসান হোক। আমরা চাই প্রতিটি জীবন বাঁচুক। কিন্তু কঠিন বাস্তবতা হচ্ছে এ পরিস্থিতির অবসান হচ্ছে না।

সংস্থাটির মহাপরিচালক টেদরোস আধানোম ঘেব্রেয়াসুস বলেছেন, বিভিন্ন দেশের সরকার যদি সঠিক পদক্ষেপ না নেয় তবে সংক্রমণ বাড়বেই।

ইতোমধ্যে ১ কোটি ছাড়িয়ে গেছে করোনার সংক্রমণ। আর ৫ লাখ ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা। 

দক্ষিণ আমেরিকায় এখন বাড়ছে সংক্রমণ, দক্ষিণ এশিয়া ও আফ্রিকাতেও আঘাত হানছে এই ভাইরাস।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads