• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
গোপালগঞ্জে ভার্চুয়াল কোর্টের পরিবর্তে অ্যাকচুয়াল কোর্ট চালুর দাবীতে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গোপালগঞ্জে ভার্চুয়াল কোর্টের পরিবর্তে অ্যাকচুয়াল কোর্ট চালুর দাবীতে মানববন্ধন

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুন ২০২০

গোপালগঞ্জে ভার্চুয়াল কোর্টের পরিবর্তে অ্যাকচুয়াল কোর্ট চালুর দাবীতে ও লিখিত পরীক্ষা অনির্দিষ্ট সময়ের জন্য অনিশ্চিত হওয়ায় এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের গেজেট প্রকাশ করে সনদ দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। জেলা আইনজীবী বার সমিতির সদস্য ও শিক্ষানবিশ আইনজীবীরা আলাদাভাবে এসব কর্মসূচী পালন করে।

মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে ভার্চুয়াল কোর্টের পরিবর্তে অ্যাকচুয়াল কোর্ট চালুর দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে দুই শতাধিক আইনজীবী। মানববন্ধন চলাকালে জেলা আইনজীবী বার সমিতির সাধারন সম্পাদক এম জুলকদর রহমান, সাবের সভাপতি এমএম নাসির উদ্দিন বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, করোনার আগেও আইনজীবীরা সামাজিক দূরত্ব বজায় রেখে কোর্ট পরিচালনা করে আসছিল। ভার্চুয়াল কোর্ট হবার কারণে আইনজীবী ও বিচার প্রার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে।

অন্যদিকে, গোপালগঞ্জে করোনা ভাইরাসের কারনে লিখিত পরীক্ষা অনির্দিষ্ট সময়ের জন্য অনিশ্চিত হওয়ায় এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের গেজেট প্রকাশ করে সনদ দেয়ার দাবীতে মানববন্ধন করেছে শিক্ষানবিশ আইনজীবীরা।

সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ মানববন্ধনে শতাধিক শিক্ষানবিশ আইনজীবীরা অংশ নেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads