• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
করোনায় মৃতদের দাফন করা দুইটি সংগঠনের মাঝে সেনবাগ প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে পিপিই প্রদান

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

করোনায় মৃতদের দাফন করা দুইটি সংগঠনের মাঝে সেনবাগ প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে পিপিই প্রদান

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুন ২০২০

নিজেদের জীবনের মায়া ত্যাগ করে করোনা ও করোনার উপসর্গে মৃত্যু বরণকারী ব্যাক্তিদের গোসল, জানাযা ও দাফন সম্পন্নকারী দুইটি সংগঠনের মধ্য সেনবাগ প্রেসক্লাবের পক্ষ থেকে পিপিই হস্তান্তর করা হয়েছে। এছাড়া সেনবাগ প্রেসক্লাবে প্রতিষ্ঠতা সেক্রেটারি, বর্তমান নির্বাহী সদস্য দৈনিক ইনকিলাব পত্রিকার সেনবাগ প্রতিনিধি অসুস্থ্য সাংবাদিক কাজী মো. ফখরুল ইসলামকে দেখতে গেছেন সেনবাগ প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার বেলা ১১টারদিকে সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম ও সহ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী আনুষ্ঠানিক ভাবে করোনা যুদ্ধা বাংলাদেশ ছাত্রলীগের রাব্বী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সেনবাগ উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা কামরুল হাসান, সদস্য মোঃ ওসমান গনির নিকট ওই পিপিই গুলো হস্তান্তর করেন । এসময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সদস্য হাজ্বী জাফর আহম্মদ,উপজেলা যুবদলের সাদারণ সম্পাদক সুলতান সালা উদ্দিন লিটন, ব্যবসায়ী সুমন,শামীম।

পরে দুপুর আড়াইটার দিকে সেনবাগ প্রেসক্লাবে প্রতিষ্ঠতা সেক্রেটারী ও বর্তমান নির্বাহী সদস্য দৈনিক ইনকিলাব পত্রিকার সেনবাগ প্রতিনিধি অসুস্থ সাংবাদিক কাজী মোঃ ফখরুল ইসলামকে দেখতে তার ফেনীর দাগনভূঁইয়ার ইব্রাহিম টাওয়ারস্থ বাসায় দেখে যান সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল ও সহ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads