• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সখীপু‌রে কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দিল গুড নেইবারস

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপু‌রে কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দিল গুড নেইবারস

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুলাই ২০২০

টাঙ্গাই‌লের সখীপুরে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ও খাদ্য সংকটে থাকা উপ‌জেলার ২৮০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে দাতা সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।

আজ বৃহস্প‌তিবার দুপু‌রে উপ‌জেলার কা‌লিয়ানপাড়ায় সামা‌জিক দূরত্ব বজায় রে‌খে এ বিতরণ কার্যক্রম প‌রিচা‌লিত হয়। খাদ্য সামগ্রীর প্র‌তি প্যা‌কে‌টে র‌য়ে‌ছে- ৭ কে‌জি চাল, এক‌ কে‌জি ডাল, ২কে‌জি আলু, এক লিটার তেল, এক‌ কে‌জি লবণ ও ২টি ক‌রে হাত ধোয়ার সাবান। গুড নেইবারস বাংলাদেশের সখীপুর সি‌ডি‌পি'র ম্যা‌নেজার বকুল চন্দ্র ভৌমিক উপ‌স্থিত থে‌কে ২৮০ টি দ‌রিদ্র প‌রিবার‌কে এসব সামগ্রী তু‌লে দেন।

এসময় গজা‌রিয়া ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মিঞা, সিএম‌সি'র সভাপতি বকুল আক্তার, সাধারণ সম্পাদক হেলেনা আক্তার, ইউ‌পি সদস্য ওয়া‌সিম মিয়া, ম‌হিলা ইউ‌পি সদস্য রু‌মি আক্তার প্রমুখ উপি‌স্থিত ছি‌লেন।

গুড নেইবারস সখীপুর সি‌ডি‌পি'র ম্যা‌নেজার বকুল চন্দ্র ভৌমিক ব‌লেন, নি‌জেরা একটু স‌চেতন হ‌লেই ক‌ভিড-১৯ মহামা‌রী আকার ধারণ কর‌তে পার‌বে না।  প‌রে তি‌নি সকল‌কে বে‌শি ক‌রে হাত ধোয়ার অভ্যাস গড়‌তে ব‌লেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads