• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে ৮৮ রিপোর্টের মধ্যে ৫২ জনের করোনা পজেটিভ, মৃত্যু বেড়ে ৬০

ফাইল ছবি

সারা দেশ

চাঁদপুরে ৮৮ রিপোর্টের মধ্যে ৫২ জনের করোনা পজেটিভ, মৃত্যু বেড়ে ৬০

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুলাই ২০২০

চাঁদপুরে একদিনে ঢাকা থেকে আসা ৮৮ রিপোর্টের মধ্যে ৫২ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৫২জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭১ জন। বুধবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ৫৯ জন। মৃত্যুর পরে মতলবের বেলায়েত হোসেন নামে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনিসহ জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৮৮টি। এর মধ্যে পজিটিভ ৫২ এবং নেগেটিভ ৩৬টি। নতুন করে শনাক্ত ৫২ জনের মধ্যে চাঁদপুর সদরের ৩২জন, হাইমচরে ২জন, মতলব দক্ষিণে ৪ জন, ফরিদগঞ্জে ৯জন ও হাজীগঞ্জে ৫জন।

সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ বলেন, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগী ৯৭১জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৩৮৪, হাইমচরে ৭৫, মতলব উত্তরে ৬৮, মতলব দক্ষিণে ১০৫, ফরিদগঞ্জ ৯৮, হাজীগঞ্জ ৯৫, কচুয়া ৪৩, শাহরাস্তি ১০১জন।

তিনি আরও বলেন, আজকে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের পর মৃত্যুবরণ করেছেন ৬০জন। এর মধ্যে চাঁদপুর সদরে ১৭, ফরিদগঞ্জ ৭, হাজীগঞ্জ ১৬, শাহরাস্তি ৪, কচুয়া ৫, মতলব উত্তর ৮ ও মতলব দক্ষিণে ৩জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads