• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি করোনা আক্রান্ত

সংগৃহীত ছবি

সারা দেশ

দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি করোনা আক্রান্ত

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুলাই ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও ২৪ ঘন্টায় জেলায় নতুন ২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে বুধবার রাত পর্যন্ত ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় উত্তরাঞ্চলের ৪টি জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর ৪২ জনের নমুনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে দিনাজপুর জেলায় ২৫ জন রয়েছেন। জেলার বিরামপুর উপজেলায় ১১ জন, সদর উপজেলায় ৭জন, বীরগঞ্জে ১জন, বিরলে ১ জন, বোচাগঞ্জে ১জন, পার্বতীপুরে ২ জন, ঘোড়াঘাটে ১ জন ও হাকিমপুরে ১ জন রয়েছেন।

সিভিল সার্জন জানান, জেলায় নতুন করোনা আক্রান্তদের মধ্যে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিরুল ইসলাম নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে ওই থানার ১ উপ-পরিদর্শক (এসআই) ও ১ কনস্টেবল করোনা আক্রান্ত হয়েছিলেন। জেলায় নতুন আক্রান্তদের সকলেই হোম আইসোলেশনে রয়েছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে। এই জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৩৮ জনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads