• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
পাহাড়ের গর্তে মিলল নিখোঁজ কিশোরীর মরদেহ

প্রতীকী ছবি

সারা দেশ

পাহাড়ের গর্তে মিলল নিখোঁজ কিশোরীর মরদেহ

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুলাই ২০২০

নিখোঁজের একদিন পর নেত্রকোনার দুর্গাপুর ভারত বাংলাদেশের সীমান্ত থেকে আফসানা খাতুন (১৬) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর ভারত বাংলাদেশ সীমান্তের কাছে বৃহস্পতিবার রাতে একটি পাহাড়ের গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কিশোরী ওই ইউনিয়নের কামারখালী গ্রামের আব্দুল খালেকের মেয়ে ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে পাহাড়ে লতা (সবজি) সংগ্রহে গিয়ে নিখোঁজ হয় আফসানা। পরে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের পাহাড়সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরদিন পর্যন্ত খুঁজে না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বজনরা থানায় যান নিখোঁজ ডায়েরি করতে। থানায় থাকা অবস্থায় স্থানীয়দের মাধ্যমে খবর পান পাহাড়ের গর্তে একটি মরদেহের সন্ধান পাওয়া গেছে।

পরে পরিবারের লোকজন ওই স্থানে গিয়ে মরদেহটি শনাক্ত করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে এখনো মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads