• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
বীরগঞ্জে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

বীরগঞ্জে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

  • প্রকাশিত ০৩ জুলাই ২০২০

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের বীরগঞ্জ বজ্রপাত একজনের মৃত্যু হয়েছে।

জানা যায়, উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের কালু সর্দারপাড়া গ্রামে জাল উঠাতে গিয়ে বজ্রপাতে বাবলু (৪০) নামে একজন নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬টায় দিকে বাঘপুকুরে মাছ মারার জাল উঠাতে যান বাবলু ইসলাম। জাল উঠানোর সময় বজ্রপাতে তিনি ঝলসে গিয়ে মাটিতে পড়ে যান এবং সাথে সাথে তার মৃত্যু হয় ।

মৃত বাবলু ইসলাম উপজেলার ৬ নং নিজপাড়া ইউনিয়নের কালু সর্দারপাড়া গ্রামের সাদউল ইসলামের ছেলে।

এ ব্যাপারে ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ খালেক সরকারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বাবলুর মৃত্যু বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাত থেকে অবিরাম বর্ষণ এবং আকাশের প্রচণ্ড গর্জন চলছিলো। এরই মধ্যে মাছ শিকার করার কারণে বাবলুর মৃত্যু হয়েছে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads