• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ডেলিভারী ভ্যান ও প্রাইভেটকারে লুকিয়ে মাদক পরিবহন, আটক ৫

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ডেলিভারী ভ্যান ও প্রাইভেটকারে লুকিয়ে মাদক পরিবহন, আটক ৫

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ জুলাই ২০২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডেলিভারি ভ্যান ও প্রাইভেটকারে লুকিয়ে বিপুল পরিমাণ মাদক পরিবহনকালে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এরমধ্যে ডেলিভারী ভ্যানে ৩ হাজার ৯২৫ পিস ইয়াবা পাওয়া যায়। আটক করা হয় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার জুঙ্গরদী গ্রামের দেলোয়ারের ছেলে মোঃ শাওন, ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকার মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ আরমানকে।

এছাড়া প্রাইভেটকার বোঝাই ১২ কেজি গাঁজা ও ৩২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আটক করা হয় চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের বাবুচি গ্রামের আবুল বাশারের ছেলে মীর হোসেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত গঞ্জর লস্করের ছেলে মোঃ বোরহান লস্কর ও ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পরুড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে মোঃ শামসুজ্জামান শমীমকে।

রোববার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম।

জানা গেছে, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা রাস্তার মাথায় রোববার ভোররাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডেলিভারি একটি ভ্যানসহ মাদক ব্যবসায়ী শাওন ও আরমানকে আটক করা হয়। পরে ভ্যানটি তল্লাশী চালিয়ে ৩৯২৫ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এছাড়া মহাসড়কের সদর দক্ষিণ এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকার বোঝাই ১২ কেজি গাঁজা ও ৩২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মীর হোসেন, বোরহান লস্কর ও শামসুজ্জামান শামীম। এ সময় প্রাইভেটকারটিও জব্দ করে র‌্যাব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads