• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার গ্রেপ্তারের প্রতিবাদে মানবন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার গ্রেপ্তারের প্রতিবাদে মানবন্ধন

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জুলাই ২০২০

লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব ইমতিয়াজকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে গ্রেপ্তাকৃত স্বেচ্ছাসেবকলীগ নেতার মুক্তির দাবী করেন তারা।

মানববন্ধনে বক্তারা জানান, মোবাইল চুরির অপবাদে সাজানো মিথ্যা মামলা দিয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার দেখানো হয়েছে। অথচ জেলা স্বেচ্ছাসেবকলীগের এ নেতা একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। এছাড়া সমাজে তার ব্যক্তিগত ইমেজ ক্ষুণ্ন করতে ষড়যন্ত্র হিসাবে তাকে এ মামলা দেওয়া হয় এবং গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য,রোববার বিকেলে পুলিশ মাহবুব ইমতিয়াজকে ডেকে নিয়ে জেল হাজতে পাঠায়। পরে পুলিশ জানায়, তার বিরুদ্ধে মোবাইল চুরির মামলা রয়েছে। এ জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ৱ

স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা জানান, এদিকে মোবাইল চুরি অপবাদ দিয়ে সাজানো মামলা করে তাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব ইমতিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, আহসানুল কবির রিপন, রায়পুর উজেলার স্বেচ্ছাসেবকলীগ নেতা তানভির হায়দার রিংকু, লক্ষ্মীপুর সদর উজেলার স্বেচ্ছাসেবকলীগ নেতা হাসেম আহাম্মদ রুপম, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা ইসমাইল শিপন সহ জেলা উপজেলার নেতাকর্মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads