• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
শ্রীপুরে এসিল্যান্ড করোনায় আক্রান্ত

ফাইল ছবি

সারা দেশ

শ্রীপুরে এসিল্যান্ড করোনায় আক্রান্ত

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জুলাই ২০২০

গাজীপুরের শ্রীপুরে নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন এসিল্যান্ড (সহকারী কমিশার ভুমি) ফারজানা নাসরিন। ইতোমধ্যে জেলায় উপজেলা ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সংক্রমিত করোনা ভাইরাস রোগী এখন শ্রীপুরে। এদিকে গত কয়েক দিনে আরো ১৮ জন স্বাস্থ্য কর্মীও করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে শ্রীপুরে মোট ৪৬৩ জন নভেল করোনা ভাইরাস রোগে আক্রান্ত হলেন। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বেশিরভাগ আক্রান্তরাই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা গেছে,  এ পর্যন্ত ২৩১১ জন রোগীর নমুনা (স্যাম্পল) সংগ্রহ করা হয়েছে।  যার মধ্যে ৪৬৩ জন রোগী করোনা বা কোভিড ১৯  রোগে শনাক্ত হয়েছে। এর আগে উপজেলার বাইরে থেকে শনাক্ত হয়ে ৫ জন রোগী শ্রীপুরে আসেন।

গত ২ এপ্রিল প্রথম নমুনা সংগ্রহ করা হয়। পরে ১৩ এপ্রিল একজন পুরুষের করোনা পজেটিভ রিপোর্ট আসে। ইতোমধ্যে ২৫৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

নমুনা সংগ্রহকারী (স্বাস্থ্যসহকারী ) মো. রফিকুল ইসলাম জানান, আজও  নমুনা সংগ্রহ করা হয়েছে।  স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা বুথে নিয়মিত করোনার নমুনা সংগ্রহ করা হয়। তিনি বলেন, সরকারী ফি নির্ধারণের পর থেকে রোগী কমেছে।  গত ৫ জুলাই ও আজ ৬ জুলাই ১৫ জন নমুনা দিয়েছে।  যার মধ্যে একজন নারী। আগে প্রতিদিনই ৩০/৪০ জন নমুনা দিত।

তিনি আরো বলেন, আগে রিস্যাম্পল (পুনরায়) রোগীর চাপও বেশি ছিল।

তিনি জানান,  হাসপাতালের অ্যাম্বুলেন্স নষ্ট ও জনবল  সংকটের কারণে বাড়ি গিয়ে  কোনো নমুনা নেওয়া যাচ্ছে না ।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও)  ডাঃ ফাতেহ আকরাম দোলন জানান, গতকাল রোববার ৩০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।  

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ শামসুল আরেফিন জানান, এসিল্যান্ডের  করোনা পজেটিভ ধরা পড়েছে। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। পরিবারের অন্য কোনো সদস্যের করোনার কোনো লক্ষণ দেখা দিলে তাদেরও নমুনা পরীক্ষা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads