• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
কুষ্টিয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র লকডাউন

ফাইল ছবি

সারা দেশ

কুষ্টিয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র লকডাউন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ জুলাই ২০২০

দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি পুলিশ তদন্ত কেন্দ্র সোমবার রাতে লকডাউন ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ (আইসি) ছয় পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, ‘ওই পুলিশ ক্যাম্পে ১২ জন ডিউটি করছিলেন। এর মধ্যে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষায় এক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ওই পুলিশ সদস্য কুষ্টিয়া পুলিশ লাইনে হোম আইসোলেশনে রয়েছেন। রবিবার ওই ক্যাম্পের অন্য সব সদস্যের করোনা পরীক্ষার পর সোমবার রাতে প্রাপ্ত ফলাফলে ক্যাম্পের আইসি এএসআই খোরশেদ আলমসহ আরও পাঁচ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাতেই ওই পুলিশ ক্যাম্প লকডাউন করে সব সদস্যকে কুষ্টিয়া পুলিশ লাইনে আনা হয়েছে।’ 

এদিকে সোমবার কুষ্টিয়া জেলায় রেকর্ড ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। 

সিভিল সার্জন ডা. এএইচএম আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সোমবার মোট ৩২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার নতুন ৪৪ জন শনাক্ত হয়েছেন। 

জেলায় এ পর্যন্ত ৭৮৯ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬৯ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৩৭২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ৩৪ জন। 

জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads