• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

প্রতীকী ছবি

সারা দেশ

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ জুলাই ২০২০

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছে।

পুলিশের দাবি, নিহতদের মধ্যে একজন ডাকাত ও অপরজন মাদক বিক্রেতা ছিলেন।

আজ মঙ্গলবার ভোরে টেকনাফের মহেষখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

নিহতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়ন মৌলভী বাজার এলাকার মৃত সুলতান আহাম্মদের ছেলে সাদ্দাম হোসেন (২০), হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকার আলী আহাম্মদের পুত্র আব্দুল জলিল (৩০)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, মঙ্গলবার ভোরে টেকনাফের মহেশখালীয়া পাড়া এলাকায় ইয়াবার একটি চালান পাচারের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। পুলিশও অত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার হাসপতালে স্থানান্তর করেন। সেখানে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়।
ঘটনাস্থল থেকে ৫ হাজার ইয়াবা, দুটি দেশীয় অস্ত্র, ৬ রাউন্ড তাজা কার্তুজ ও ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

ওসি জানান, করোনাভাইরাস সামলাতে যখন আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত হয়ে পড়েছেন এই সুযোগে কিছু মাদকব্যবসায়ী ইয়াবার চালান পাচারের চেষ্টা করছিল। মাদক ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads