• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
সলঙ্গার শিক্ষাবিদ কালিপদ কুন্ডু আর নেই

ফাইল ছবি

সারা দেশ

সলঙ্গার শিক্ষাবিদ কালিপদ কুন্ডু আর নেই

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ জুলাই ২০২০

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, সলঙ্গা থানা আওয়ামী লীগের উপদেষ্টা, শিক্ষাবিদ কালিপদ কুন্ডু (৮৬) মঙ্গলবার সকালে সলঙ্গার মধ্যপাড়া ভরমোহনী গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। কালিপদ কুন্ডু সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। তিনি সলঙ্গা সমাজকল্যাণ সমিতি ও মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগারের সম্পাদক ছিলেন। মঙ্গলবার বিকেলে সলঙ্গা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

কালিপদ কুন্ডুর মুত্যুতে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা আসনের) সাংসদ ডা: আব্দুল আজিজ, সাবেক এমপি আমজাদ হোসেন মিলন, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সাবেক সভাপতি ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, থানা জাতীয় পার্টির সভাপতি গজেন্দ্র নাথ মন্ডল,সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো: কোরবান আলী ,সাধারণ সম্পাক এম দুলাল উদ্দিন আহমেদ,সলঙ্গা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহ আলী জয়,সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক মতিন সরকার, সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সলঙ্গা সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ,ফ, ম জহুরুল ইসলাম, সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার ভৌমিক, সলঙ্গা থানা যুবলীগের আহবায়ক মোখলেছুর রহমান তালুকদার, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, রিয়াদুল ইসলাম ফরিদ, সলঙ্গা থানা স্বেচ্ছাসেকলীগের সভাপতি ইমরান হাসান লিংকন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদারসহ প্রমুখ শোকতন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads