• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় সিএনজিতে লুকিয়ে পরিবহনকালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুমিল্লায় সিএনজিতে লুকিয়ে পরিবহনকালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জুলাই ২০২০

কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজিতে লুকিয়ে গাঁজা পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাতে র‍্যাব-১১ এর একটি টহল দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তি কুমিল্লা জেলার বি-পাড়া থানার টাকুই গ্রামের মৃত আব্দুল মতিন এর ছেলে মো. মোবারক হোসেন (৩৬)। এ সময় তার কাছ থেকে সর্বমোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়। এ ঘটনায় একজন পলাতক রয়েছে ।

লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক ব্যক্তি পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads