• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় ট্রাকের নিচে সিএনজি অটোরিকশা চাপা পড়ে স্বামী-স্ত্রী নিহত

প্রতীকী ছবি

সারা দেশ

কুমিল্লায় ট্রাকের নিচে সিএনজি অটোরিকশা চাপা পড়ে স্বামী-স্ত্রী নিহত

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১১ জুলাই ২০২০

কুমিল্লার দেবিদ্বারে মালবাহী ট্রাকের নিচে সিএনজি চালিত অটোরিকশা চাপা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। নিহতরা সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

শুক্রবার রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের কোটনা গ্রামের আবু তাহের (৭০) ও তার স্ত্রী জোবেদা খাতুন (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে কালিকাপুর কোল্ড স্টোরেজের পাশের রাস্তা থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা মহাসড়কে উঠতেই মালবাহী ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ নিহত হয়। অন্য যাত্রীরা গুরুতর আহত হয়। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads