• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল

প্রতীকী ছবি

সারা দেশ

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুলাই ২০২০

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়াল। গত ২৪ ঘন্টায় নতুন ১৫ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে গোপালগঞ্জ সদরে ৯, কোটালীপাড়ায় ৩ ও মুকসুদপুর উপজেলায় রয়েছেন ৩ জন। আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, মোট আক্রান্ত ১০০১ জনের মধ্যে জেলা সদরে ২৯৯ জন, টুঙ্গিপাড়ায় ১৬৮, কোটালীপাড়ায় ১৫১, মুকসুদপুরে ২০০ ও কাশিয়ানী উপজেলায় ১৮৩ জন রয়েছেন।  এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬১২ জন ও অন্য ৩৭৩ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads