• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সখীপুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসারের ক‌োভিড-১৯ শনাক্ত

সখীপুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা

ফাইল ছবি

সারা দেশ

সখীপুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসারের ক‌োভিড-১৯ শনাক্ত

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুলাই ২০২০

এবার টাঙ্গাই‌লের সখীপুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজার কো‌ভিড-১৯ শনাক্ত হ‌য়ে‌ছে। শুরু থেকেই করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যিনি উপজেলাবাসীর কল্যা‌ণে ছুটে বেড়িয়েছেন, তি‌নি নিজেই এবার করোনা সংক্রমিত হলেন।

আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১০ জুলাই তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। রোববার সকালে করোনা পজেটিভের কথা জানানো হয়। এর আগে, গত ৯ জুলাই ইউএনও'র স্বামী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ জুয়েলেরও করোনা ভাইরাস শনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, স্বামী ক‌রোনা প‌জে‌টিভ হওয়ায় গত ১০ জুলাই ইউএনও, তার ছেলে, মা ও গৃহকর্মীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। রোববার ওই চারজনের পাঠানো নমুনায় শুধুমাত্র ইউএনও'র করোনা শনাক্ত হয়েছে। স্বামীর পজেটিভের পর থেকেই তি‌নি বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা জানান, তিনি ও তার স্বামী শারীরিকভাবে সুস্থ রয়েছেন। পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা ক‌রে‌ছেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads