• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা ছানাউল্লাহ বাঙালীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা ছানাউল্লাহ বাঙালীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুলাই ২০২০

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা ভুঁইয়া বাড়ি নিবাসী মুক্তিযোদ্ধা সানাউল্লাহ বাঙালী শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রোববার বেলা এগারটায় কুলাসার মাদরাসা মাঠে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আল আমিন সরকার, বীর প্রতিক বাহার রেজা, আলকরা ইউনিয়নের ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার পেয়ার আহাম্মদ, সাবেক কমান্ডার কবির আহাম্মদ, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু, গুণবতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি খোরশেদ আলম ভুঁইয়া, ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ওদুদ ভুঁইয়া, বর্তমান প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads