• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চারার সঙ্গে এ কেমন শক্রুতা!

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চারার সঙ্গে এ কেমন শক্রুতা!

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুলাই ২০২০

গাজীপুরের কালিয়াকৈর বন বিভাগের গেজেটভুক্ত জমিতে রোপন করা চারায় বিষ প্রয়োগ করে নিধন করার অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট অফিসের আওতায় সিনাবহ (বাগাম্বর) এলাকায় এ ঘটনা ঘটেছে।

বনবিভাগের কর্মকর্তা মনঞ্জুরুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেন। এতে বলা হয়, গত রাতে কে বা কারা ২৩ শতাধিক চারা আগাছানাশক বিষ প্রয়োগ করে উদ্দেশ্যমূলকভাবে প্রায় ১ লাখ টাকা ক্ষতিসাধন করিয়াছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট অফিসের অধীনে সিনাবহ মৌজায় (বাগাম্বর) ২০১৫/১৬ অর্থবছরে সৃজনশীল, মেহগনি ৫ হেক্টর জমিতে চারা রোপন করা হয়।

এর মধ্যে ২০১৯-২০অর্থ বছরে সিনাবহ মৌজায় সিএস ৬৭ ও ১৫৪ নং দাগে বন বিভাগের গেজেটভুক্ত ১ হেক্টর জমিতে আকাশমনি, মেহগনি, চকরাশি, শিলকড়ই চারাসহ ২৫০০ চারা চলতি মাসের ৯ জুলাই রোপন সম্পন্ন হয়েছে।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই)মাজহারুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কালিয়াকৈর চন্দ্রা বিট কর্মকর্তা মনঞ্জুরুল ইসলাম বলেন, বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানানো হয়েছে। বন বিভাগের চারা যারা নিধন করেছে ,তাদের বিরুদ্ধে বন আইনের মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads