• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দেশে করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৬৩

ফাইল ছবি

সারা দেশ

করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৬৩

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ জুলাই ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩ হাজার ১৬৩ জনের শরীরে প্রাণঘাতি এ ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৪২৪ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, দেশে বর্তমানে ৭৯টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৫৩টি নমুনা।

নতুন নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০০টি। এ ক্ষেত্রে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬৭ শতাংশ।

এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটি থেকে দেশে মোট সুস্থ হলেন ১ লাখ ৩ হাজার ২২৭ জন। এখন পর্যন্ত সুস্থতার হার ৫৪ দশমিক ৩১ শতাংশ।

নতুন যে ৩৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৩ এবং নারী ১০ জন। তাদের মধ্যে ২৯ জন হাসপাতালে এবং ৪ জন বাড়িতে মারা গেছেন। এখন পর্যন্ত মোট মৃতের ক্ষেত্রে পুরুষ ৭৮ দশমিক ৯২ শতাংশ (১ হাজার ৯১৩ জন) এবং নারী ২১ দশমিক ০৮ শতাংশ (৫১১ জন)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads