• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পদ্মায় তীব্র স্রোতে ডুবলো দুইটি বাল্কহেড, ১০ শ্রমিক উদ্ধার

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

পদ্মায় তীব্র স্রোতে ডুবলো দুইটি বাল্কহেড, ১০ শ্রমিক উদ্ধার

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুলাই ২০২০

প্রচণ্ড স্রোতের কবলে পড়ে মুন্সীগঞ্জের পদ্মানদীতে আল মোল্লা ও নূরজাহান নামে দুইটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। পদ্মাসেতুর সাত নম্বর পিলারের কাছে একটি লোহার যন্ত্রাংশের সাথে ধাক্কা লেগে এই ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ১০ শ্রমিককে তাৎক্ষণিক উদ্ধার করেছে মাওয়া নৌ-পুলিশ সদস্যরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটেছে। 

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মোঃ সিরাজুল কবির খান জানান, বালু বোঝাই আল মোল্লা নামের একটি বাল্কহেড প্রচণ্ড স্রোতের কারণে পদ্মাসেতুর সাত নম্বর পিলারের কাছে একটি লোহার যন্ত্রাংশের সাথে ধাক্কা লাগে। এরপর পিছন দিক থেকে আসা আরেকটি বাল্কহেড নূরজাহানও ধাক্কা দেয়। এসময় চাদপুরগামী দুইটি বাল্কহেড ডুবি যায়। নৌ-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দশ শ্রমিককে উদ্ধার করেছে। এদের সবার বাড়ি ভোলা, চাদপুর, বাগেরহাট, লক্ষীপুর।

এই ঘটনায় কেউ নিখোঁজ নেই বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads