• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে আরো ১৬ জনের দেহে করোনা শনাক্ত, মোট শনাক্ত ১৩৮২

ফাইল ছবি

সারা দেশ

চাঁদপুরে আরো ১৬ জনের দেহে করোনা শনাক্ত, মোট শনাক্ত ১৩৮২

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জুলাই ২০২০

চাঁদপুর জেলায় আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।  এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮২ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের পর সুস্থ হয়েছেন ৭৭৬ জন। আর মৃত্যুবরণ করেছেন ৬৬ জন। আর উপসর্গ নিয়ে মৃত্যু অব্যাহত রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৩৮টি। এর মধ্যে পজিটিভ ১৬টি এবং নেগেটিভ ২১টি।

আক্রান্ত ১৬ জনের মধ্যে চাঁদপুর সদরে ১ জন, হাইমচরে ৬ জন, মতলব উত্তরে ৩ জন, মতলব দক্ষিণে ১ জন ও কচুয়ায় ৫ জন।

সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ জানান, জেলায় আজকে পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৮২ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৫২৪, হাইমচরে ১০৬, মতলব উত্তরে ৯০, মতলব দক্ষিণে ১৬২, ফরিদগঞ্জে ১৬২, হাজীগঞ্জে ১৩৪, কচুয়া ৫৯ ও শাহরাস্তি ১৪১জন। তিনি আরো জানান, এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৬জন। এর মধ্যে চাঁদপুর সদরের ১৯, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ১৬, শাহরাস্তি ৫, কচুয়া ৫, মতলব উত্তরে ৮, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads