• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
রায়পুরায়  নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশ

রায়পুরায়  নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুলাই ২০২০

নরসিংদীর রায়পুরায় পুরাতন ব্রহ্মপুত্র নদীর শাখা মরা নদীতে ডুবে মো.মোরশেদ উল্লাহ্ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার ২টায় এ ঘটনা ঘটে।নিহত মোরশেদ ভৈরব হাজী আসমত কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।সে মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর সাজি পাড়ার মো. হযরত আলীর ছেলে।তিন ভাই চার বোনের মধ্যে মোরশেদ ছিল চতুর্থ। 

ঘটনাস্থলে গেলে নিহত মোরশেদের মামা মো.মাসুম মিয়া জানান, মোরশেদ সাঁতার জানতো না বলে কখনো নদীতে গোসল করতে যেত না। আজ দুপুর ২টায় কাউকে কিছু না বলেই একা একা সে বাড়ির সামনের মরা নদীতে যায় গোসল করতে। তখন নদীর পাড়ে গোসল করছিল সিয়াম (৬),  জিন্নাহ ( ৮) ও শীমা (৬) নামের তিন শিশু। নদীতে নামার পর তাকে ডুবে যেতে দেখে এই তিন শিশু দৌঁড়ে মোরশেদের বাড়িতে খবর দিলে সেখানে ছুটে যান তিনিসহ আরও ৪/৫ জন।মোরশেদের মামা মো.মাসুম মিয়া ডুব দিয়ে পানির নিচে মোরশেদকে খুজতে থাকলে এক পর্যায়ে মোরশেদের পায়ে তার হাত লাগে।টেনে উপরে তুলতেই মোরশেদের দেহ ভেসে উঠে।পরে তাকে নিকটস্থ ভৈরব সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোরশেদকে মৃত ঘোষণা করেন।কলেজ পড়ুয়া সন্তানের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।     

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads