• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কালীগঞ্জে বিধবা, প্রতিবন্ধী ও দুঃস্থ ৭৫ পরিবার পেল ঈদ সামগ্রী

ঈদ সামগ্রী বিতরণ করছেন কালীগঞ্জ উন্নয়ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালীগঞ্জে বিধবা, প্রতিবন্ধী ও দুঃস্থ ৭৫ পরিবার পেল ঈদ সামগ্রী

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুলাই ২০২০

গাজীপুরের কালীগঞ্জে ফেসবুক গ্রুপ কালীগঞ্জ উন্নয়ন সংগঠনের উদ্যোগে স্থানীয় বিধবা, প্রতিবন্ধী ও দুঃস্থ ৭৫ পরিবার পেল ঈদ সামগ্রী। বৃহস্পতিবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ওই পরিবারগুলোর ঘরে ঘরে এ ঈদ সামগ্রী পৌঁছে দেন সংগঠনের এক ঝাক তরুণ স্বেচ্ছাসেবী।

জানা গেছে, কালীগঞ্জ উন্নয়ন সংগঠন এডমিন প্যানেলের একজন সদস্য ওই গ্রুপে এবং নিজের ব্যক্তিগত ফেজবুক ওয়ালে ‘‘সমাজের বিধবা বা স্বামী পরিত্যক্তা নারীদের পাশে কি আমরা আমাদের সাধ্যমত দাঁড়াতে পারি না? ওরা তো আমাদেরই মা কিংবা বোন’’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসের সূত্র ধরে অনেকেই সহযোগীতায় আগ্রহ প্রকাশ করেন। এর মধ্যে কালীগঞ্জের কৃতিসন্তান আমেরিকা প্রবাসী নাইম আহমেদ ৭৫টি পরিবারের ঈদ সামগ্রী প্রদানের দায়িত্ব নেন। পরে তাঁর আর্থিক সহযোগীতায় উপজেলার তুমলিয়া, নাগরী, বক্তারপুর, জাঙ্গালীয়া, জামালপুর, বাহাদুরসাদী, মোক্তারপুর ও কালীগঞ্জ পৌর এলাকার বিধবা, প্রতিবন্ধী ও দুঃস্থ ৭৫ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল-পোলার চাল, খিচুুরীর চাল, মসুর ডাল, পেয়াঁজ, আলু, লবন, সেমাই, চিনি, দুধ, সাবান, মসলা ও তৈল।

এ সময় কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সমাজসেবক আবুল কালাম, স্বেচ্ছাসেবী নুরুল ইসলাম, রাসেল মিয়া, জাহেদ রানা, সবুজ মিয়া, নাজমুল ইসলাম, তানভীর আহমেদ সরকার, প্রিন্স আহমেদ, ইমন আহমেদ, সীমান্ত মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে গ্রুপের এডমিনদের দায়িত্বে বিধবা, প্রতিবন্ধী ও দুঃস্থ পরিবারে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads