• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী যাত্রী নিহত, আহত ২৫

প্রতীকী ছবি

সারা দেশ

সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী যাত্রী নিহত, আহত ২৫

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জুলাই ২০২০

সিরাজগঞ্জে সলঙ্গায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী  নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২৫ ট্রাক যাত্রী আহত হয়েছে। শুক্রবার সকালে হাটিকমুরুল-বনপাড়া মহাসড়কের

সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী যাত্রীর  রাজশাহীর পুটিয়া এলাকার সাগর হোসেনের স্ত্রী আতিয়া খাতুন।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান , ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক যাত্রী নিয়ে যাচ্ছিল। অপরদিক দিক থেকে আসা একটি ট্রাক মুখমুখি সংঘর্ষে ঘটে। পিছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়া যায়। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়।

সংবাদ পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা,সলঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।  দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি থানা হেফাজতে রয়েছে।

সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডা: মো রবিউল ইসলাম জানান, এক নারী যাত্রীকে হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়।  দুর্ঘটনায় আহত ২৫ জনকে হাসপাতেল ভর্তি করা হয়েছিল। তার মধ্যে ৫ গুরুতর আহত রুগিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads