• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মুকসুদপুরে বিট পুলিশিং উদ্বোধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মুকসুদপুরে বিট পুলিশিং উদ্বোধন

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০২০

‘বিট পুলিশিং সফল করি, সুখি নিরাপদ সমাজ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন বিট পুলিশিং উদ্বোধন হয়েছে। ৫ আগষ্ট বুধবার সকালে খান্দারপাড়ায় বিট নং-২ এরিয়া হিসাবে উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুকসুদপুর থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, আপনাদের ইউনিয়নে বিট পুলিশিং উদ্বোধন করা হলো। এই ইউনিয়নের বাসিন্দারা তাদের সকল অভিযোগ এখানে করতে পারবেন। এখানে একজন এস আই ও একজন এ এস আই সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। আপনাদের যে কোন সমস্যার অভিযোগ এখানে করতে পারবেন। বড় ধরনের সমস্যা হলে এখান থেকে আমাকে জানালে আমি ব্যবস্থা নেব। আপনাদের সমস্যার সহজ সমাধানের জন্যই এই বিট পুলিশিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কথা দিচ্ছি আগামী ২ মাসের মধ্যে এই এলাকার মাদক ও জুয়া নির্মূল করবো।

তিনি আরো জানান, এখানে দায়িত্ব পালন করবেন মুকসুদপুর থানার এস আই হায়াতুর রহমান ও এ এস আই শহীদুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খান। এস আই হায়াতুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদল মল্লিক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিলন মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ মিঠু শরীফ, সাবেক ইউপি চেয়ারম্যান হাসমত মল্লিক প্রমুখ।

বিট পুলিশিং উদ্বোধন শেষে খান্দারপাড়া ইউনিয়নের বন্যার্ত ১০ পরিবারের মাঝে মুকসুদপুর থানা পুলিশের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads