• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
দাগনভূঞায় যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দাগনভূঞায় যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের

  • দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০২০

দাগনভূঞায় সনাতন পদ্ধতির পরিবর্তে যান্ত্রিক পদ্ধতিতে আউশ ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহীগোবিন্দ গ্রামে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ফসল কর্তনের উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. হারুন অর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার রনি মজুমদার, মোশারফ হোসেন ও স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. হারুন অর রশিদ জানান, করোনাভাইরাসের কারণে আউশ ফসল ঘরে তুলতে উপজেলায় শ্রমিক সংকট দেখা দিতে পারে। আর এই আশংকায় যান্ত্রিক পদ্ধতিতে ফসল কর্তন ও মাড়াই শুরু হয়েছে। ইতিমধ্যে দাগনভূঞা উপজেলায় ভর্তুকি মূল্যে ২টি কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ করা হয়েছে। এই যন্ত্র দিয়ে স্বল্প খরচে ঘণ্টায় এক একর জমির ফসল কর্তন ও মাড়াই করতে পারবে কৃষক।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads