• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
প্রবল বেগে আসা জোয়ারের পানিতে মরলো সাড়ে ৫ হাজার মুরগি

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

প্রবল বেগে আসা জোয়ারের পানিতে মরলো সাড়ে ৫ হাজার মুরগি

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০২০

জোয়ারের পানি বৃদ্ধি হওয়ায় পানিবন্দি হয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে  তাজ পোলট্রি ফার্ম নামীয় একটি খামারের প্রায় সাড়ে ৫ হাজার লেয়ার মুরগির মৃত্যু হয়েছে। পানির নীচে পড়ে নষ্ট হয়েছে মুরগির জন্য ভ্যকসিন, প্রয়োজনীয় ওষুধ, মুরগির খাদ্য, জেনারেটরসহ খামারের বিভিন্ন উপকরণ। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে খামার মালিক জানান।

তিলে তিলে বড় করা হঠাৎ মেঘনার প্রবল বেগে আসা জোয়ারের পানি ঢুকে চোখের সামনে মুহুর্তের মধ্যে সাড়ে ৫ হাজার মুরগির মৃত্যু দেখে বাঁধভাঙ্গা কান্না আর ঋণের চিন্তায় নিজেকে ঠিক রাখতে পারছেন না খামারের মালিক ওসমান।

তাজ পোলট্রি ফার্মের মালিক ওসমান জানান, বুধবার বিকেলে হঠাৎ মেঘনার পানি প্রায় ৭ থেকে ৮ ফুট বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হয়ে মুহুর্তের মধ্যে আমার পোলট্রি খামারসহ পুরো এলাকা ফসলি জমি পানির নীচে তালিয়ে যায়। তিনি বলেন, ঋণের বোঝা মাথায় নিয়ে আমার এ খামার গড়া। জোয়ারের পানি ডুকে সাড়ে ৫ হাজার লেয়ার মুরগি চোখের সামনে মরে শেষ হয়েছে। এ সময় মুরগির খাদ্য, ওষুধ, ভ্যাকসিন, জেনারেটর, খামারের বিভিন্ন উপকরণ নষ্ট হয়েছে। 

খবর শুনে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন, উপজেলা চেয়ারম্যান মেসবাহ উদ্দিন বাপ্পী, উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ তোফায়েল আহাম্মদ, স্থানীয় চেয়ারম্যান আহছান উল্য্যাহ হিরণ, কমলনগর পোলট্রি ফার্ম সমবায় সমিতির সভাপতি বেলায়েত হোসেন ক্ষতিগ্রস্থ তাজ পোল্টি খামার সহ অন্যান্য পানিবন্ধী এলাকাসমুহ পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী আবদুল্যাহ আল নোমান জানান, প্রবল গতিবেগে জোয়ারের পানি ডুকে খামারে সকল ডিম দেওয়া লেয়ার মুরগিগুলো পানিতে তলিয়ে যায়। সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া জরুরি। নচেৎ ঋণের বোঝা নিয়ে ক্ষতিগ্রস্ত এ খামার মালিক ঘুরে উঠতে পারবেন না। 

উপজেলা চেয়ারম্যান মেছবাহ উদ্দিন বাপ্পী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানান, মেঘনার পানি বৃদ্ধি পেয়ে তাজ পোলটি খামারের লেয়ার মুরগ মরে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবারক হোসেন জানান, জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে পোল্ট্রি খামারসহ  হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বহু ফসলী জমি নষ্ট হয়ে গেছে, বহু পুকুরে মাছ চলে গেছে।  

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads