• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
দিনাজপুরে উপজেলা চেয়ারম্যানসহ নতুন করে ৬৫ জন করোনায় আক্রান্ত

প্রতীকী ছবি

সারা দেশ

দিনাজপুরে উপজেলা চেয়ারম্যানসহ নতুন করে ৬৫ জন করোনায় আক্রান্ত

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০২০

দিনাজপুরে উপজেলা চেয়ারম্যানসহ ৬৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দিনাজপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯২৯ জনে। বুধবার নতুন একজনসহ জেলায় এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে।

দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় নতুন আরো ৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কাহারোল উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধ আলহাজ্ব আব্দুল মালেক সরকার গত ৪ আগস্ট নমুনা প্রদান করেন। আজ বৃহস্পতিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাব তার করোনা পজেটিভ রিপোর্ট প্রদান করেন।

গত ৩ আগস্ট ৪৩ জন, ৪ আগস্ট ৭৭ জন এবং ৫ আগস্ট ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাতে রীতিমত দিনাজপুরে আতংক বিরাজ করছে।

বুধবার সদর উপজেলায় একজনসহ এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। বুধবার ৩১ জনসহ এ পর্যন্ত ১৩২৭ জন সুস্থ হয়েছেন।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, বুধবার (৫ আগষ্ট) রাত ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে ৬৬ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে।
নতুন আক্রান্ত ৬৬ জনের মধ্যে সদরে ২৮ জন, কাহারোলে ৭ জন, খানসামা ১ জন, বোচাগঞ্জ ৯ জন, বিরলে ৩ জন, বীরগঞ্জে ২ জন, চিরিরবন্দরে ১ জন, বিরামপুরে ৯ জন, ফুলবাড়ীতে ২ জন ও পার্বতীপুরে ৩ জন।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১১ জন, বিরলে ২জন, বিরামপুরে ৩ জন, বীরগঞ্জে ৩ জন, বোচাগঞ্জে ২জন, চিরিরবন্দরে ৫ জন, ফুলবাড়ীতে ৭ জন, কাহারোলে ১ জন, খানসামায় ১ জন, নবাবগঞ্জে ২জন ও পার্বতীপুর উপজেলায় ৩ জন।

আর এ পর্যন্ত করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৩০ জন মৃত্যুবরণ করেছে বলে জানান সিভিল সার্জন ডা. মো. আব্দু কুদ্দুছ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads