• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
টঙ্গীবাড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

টঙ্গীবাড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০২০

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি জগলুল হালদার ভুতু।

আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকরি কমিশনার (ভূমি) উছেন মে, স্বাস্থ্য কর্মকর্তা ডা: তাসলিমা ইসলাম, টঙ্গীবাড়ি থানার অফিসার ইনর্চাজ হারুন-অর-রশিদ, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, প্রকল্প-বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলমাছ চোকদার, নুর হোসেন বেপারী, আলম শিকদার বাচ্চু, আ.রহিম মিয়া, আরিফুল ইসলাম হালদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ-কমান্ডার এস.এম. শাহজাহান, টঙ্গীবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, কেন্দ্রিয় ছাত্রলীগ সাবেক সদস্য কবির হালদার প্রমুখ।

সভায় করোনা সংক্রমণ এড়াতে সীমিত আকারে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে পতাকা অর্ধনমিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, বৃক্ষ রোপণ, বঙ্গবন্ধুর জীবন কাহিনী নিয়ে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, হাম নাত প্রতিযোগিতা, বিভিন্ন মসজিদ,মন্দির, গীর্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads