• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কলমাকান্দায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা কথিত নানার বিরুদ্ধে

উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের সীমান্তবর্তী চেংগ্নী গ্রামে অভিযুক্ত আবু তাহের ওরফে আবুল বাড়ীতে এ ঘটনাটি ঘটে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা কথিত নানার বিরুদ্ধে

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ আগস্ট ২০২০

 

নেত্রকোনায় দিনমুজুরের মেয়ে প্রতিবন্ধী ভাতাভোগীকে (১৩) বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে কথিত নানার বিরুদ্ধে। 

রোববার রাতে এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি  মামলা দায়ের করেন।

আজ সোমবার ভিকটিমের ২২ ধারা জবানবন্দি রের্কড করার জন্য নেত্রকোণা জেলা আদালতে পাঠাবে পুলিশ।

এ ঘটনাটি ঘটেছে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের চেংগ্নী গ্রামে। অভিযুক্ত প্রতিবেশি কথিত নানা আবু তাহের ওরফে আবুল (৫০) ওই গ্রামের আমির হোসেন ওরফে তারুর ছেলে। সে পেশায় একজন পান ব্যববায়ী।

রোববার দুপুরের ঘটনা ধামাচাপা দিতে সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টার চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কথিত নানা পালিয়ে যায় এবং ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস,আই শহীদুল ইসলাম শহীদ ও এস,আই নুর আলমসহ পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পাঠায়। প্রতিবন্ধী শিশুর ধর্ষণের চেষ্টা ঘটনা সত্যতা পাওয়ায় তাকে উদ্ধার করে কলমাকান্দা থানায় নিয়ে আসা হয়েছে। ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  আজ সোমবার সকালে ভিকটিমের ২২ ধারা জবানবন্দি রের্কড করার জন্য নেত্রকোণা জেলা আদালতে পাঠানো  প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads