• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশ

কুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১০ আগস্ট ২০২০

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ৫ জন মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।

সোমবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।

উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার বরুড়া উপজেলার তাজুল ইসলাম (৬০), চৌদ্দগ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে নজরুল ইসলাম (৫৫), লালমাই উপজেলার মাসুদা বেগম (৮০), লাকসাম উপজেলার লাল মিয়া (৬৫) এবং সদর দক্ষিণ উপজেলার আবদুল করিম (৭০)।    

উল্লেখ্য, এ পর্যন্ত মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩২৪ জন।

অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৮৬৭ জন, সুস্থ হয়েছেন চার হাজার ৪১৪ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫০ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads