• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে ৩ কিশোর নিহত

সংগৃহীত ছবি

সারা দেশ

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে ৩ কিশোর নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ আগস্ট ২০২০

যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে কিশোরদের দুই পক্ষের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলো- বগুড়ার শিবগঞ্জ উপজেলার নান্নু পরামানিকের ছেলে নাঈম হোসেন (১৫), খুলনার দৌলতপুরের রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮) এবং বগুড়ার শেরপুর উপজেলার নুরুল ইসলামের ছেলে রাসেল হোসেন (১৮)।

যশোর জেলা বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক এম মশিউর রহমান জানান, বিকেলে কিশোরদের মধ্যে সংঘর্ষ হয়। তবে এর কারণ এখনও পরিষ্কার নয়।

ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

সংশোধন কেন্দ্রের প্রশিক্ষক মুশফিক জানান, কয়েক দিন আগে সেখানকার দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ার পর বেশ কয়েকজন কিশোর আহত হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যার সংঘর্ষটিও আগের ঘটনার সাথে সম্পর্কিত ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads