• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

ঘোড়াঘাট উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পৃথকভাবে দিবসটি পালন করেছে।

আজ শনিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার মোক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন মন্ডলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ দলীয় কার্যালয়ে এবং উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads