• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
গ্রেনেড হামলা দিবসে মিরসরাইয়ে দোয়া ও আলোচনা সভা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গ্রেনেড হামলা দিবসে মিরসরাইয়ে দোয়া ও আলোচনা সভা

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২১ আগস্ট ২০২০

একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরি বলেন, ২০০৪ সালে আজকের এইদিনে আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ হামলা চালায় তৎকালিন ক্ষমতাসীন দল। সেদিন তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা। কিন্তু তারা তা পারেনি।

তিনি আরও বলেন, আমরা চাই এই ঘটনায় জড়িত যারা পলাতক রয়েছে তাদেরসহ সকলের সঠিক ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

এ সময় তিনি গ্রেনেড হামলায় নিহতেদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন,মিরসরাই

পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন। উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি, শাহাদাত মুনছুর,সাহাব উদ্দিন আক্রমি,মিহির কান্তি নাথ,সাখাওয়াত উল্ল্যা রিপন। যুগ্ন সাধারন সম্পাদক-সাইফুল্ল্যা দিদার।সাংগঠনিক সম্পাদক-আনোয়ার হোসেন ঈমন। প্রচারও প্রকাশনা সম্পাদক-কামরুল হোসেন। তথ্যও গবেষণা সম্পাদক আরিফ মাঈন উদ্দিন। এবং সাবেক মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাঈনুল ইসলাম রানাসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত।

ছিলেন প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২১’শে আগস্ট একটি কলঙ্কময় দিন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে অকল্পনীয় এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ১৬ জন। নারী নেত্রী আইভি রহমান ৫৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে ২৪ আগস্ট মারা যান। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads