• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সখীপুরে বৃদ্ধ অটোভ্যান মেকানিককে মারধর, থানার অভিযোগ তুলে নিতে হুমকি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে বৃদ্ধ অটোভ্যান মেকানিককে মারধর, থানার অভিযোগ তুলে নিতে হুমকি

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ আগস্ট ২০২০

টাঙ্গাইলের সখীপুরে ক‌য়েক যুবক মি‌লে আবু কালাম (৬০) নামের এক বৃদ্ধ অটোভ্যান মেকানিককে মারধর করেছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার বেতুয়া বাজারে ওই বৃদ্ধ মারধ‌রের শিকার হোন। এ নি‌য়ে বুধবার বৃদ্ধ আবু কালাম থানায় অভিযোগ করে‌ছেন। মারধরকারী যুবকরা স্থানীয় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ক্লাবের ভেতরে নি‌য়ে ওই বৃদ্ধ‌কে মারধর ক‌রে‌ছে ব‌লে জানা গে‌ছে। 

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন দুপুরে সবুজ (১৮) নামের এক বেতুয়া বাজারের আবু কালামের অটোভ্যানের মেকানিকাল দোকান থেকে কিছু যন্ত্রাংশ নিতে আসে। দোকানদার যন্ত্রাংশ দি‌তে না চাই‌লে পারভেজ ও শাহআলম নামের দুই যুবক বৃদ্ধ আবু কালাম‌কে শার্টের কলারে ধরে ক্লাবে নিয়ে যায়। পরে অন্যান্য সদস্যরা মিলে ক্লাব ঘরের সাটার নামিয়ে তাকে মারধর ক‌রে। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি চা স্টলে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে গিয়েও ক্লাবের সদস্যরা তাকে মারধর করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় আবু কালাম বুধবার রাতে আবদুস ছালা‌মের ছে‌লে ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ক্লাবের সভাপতি শাহআলম (২৬), কামাল (২৮), ছা‌নোয়ার হো‌সে‌নের ছে‌লে পারভেজ (২৬), হেলাল উ‌দ্দি‌নের ছে‌লে মামুনসহ (২৫) অজ্ঞাত আ‌রো দুইজনের নামে থানায় অভিযোগ করেন। বৃহস্পতিবার দুপুরে বেতুয়া গিয়ে পুলিশ অভিযোগ তদন্ত করে আসার পর ওই মেকানিকের দোকানে গিয়ে তাকে গালমন্দ করে অভিযোগ তুলে নেয়ার হুমকি দেয় অভিযুক্ত পারভেজের প‌রিবার। 

বৃদ্ধ আবু কালাম বলেন, আমার কোন ছেলে সন্তান নাই, অভাবের কারণে মেকারি করে খাই। ক্লাবের পোলাপান আমাকে কয়েক দফায় মারধর করে গালি গালাজ করেছে। অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছে। ওদের ভয়ে দোকান খুলতে সাহস পাইনা। 

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরু মিয়া বলেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের ভেত‌রে নি‌য়ে নিরীহ ভ্যান মেকারকে মারধর করার ঘটনা‌কে ঘৃণা জানাই। এ ঘটনার বিচার হওয়া উচিত। 

স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক। বিষয়টি মীমাংসা করার আলাপ চলছে।

সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, এ বিষয়ে খোঁজ নেওয়া হ‌চ্ছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads