• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সখীপুরে বিধবার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে বিধবার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর ২০২০

টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম সাজুকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার আমতৈল গ্রামের বাড়ি থেকে তাকে  গ্রেপ্তার করে। এক বিধবার নামে বরাদ্দকৃত সামাজিক বনায়নের গাছ কেটে নেওয়ার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

একই সঙ্গে ওই মামলার অন্য চার আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার আমতৈল গ্রমের মৃত কাজিম উদ্দিনের স্ত্রী অভিযোগ করেন, তার নামে বন বিভাগের বরাদ্দকৃত প্লট থেকে ৩ লাখ ৩০ হাজার টাকার বাঁশ ও গাছ দুর্বৃত্তরা কেটে নিয়েছে। এ ঘটনায় ওই বিধবা মঙ্গলবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ ১১জনকে আসামি করে মামলা করেন। পুলিশ ওই রাতেই  শাহ আলমসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করে।

 মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, বিধবার বাঁশ ও গাছ কাটার মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads