• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর ২০২০

নরসিংদীর রায়পুরায় আনোয়ারা বেগম (৬০) নামে এক মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে। 

আজ বুধবার সকাল ৯ টায় উপজেলার রাধানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খান বাড়ী নামক গ্রামে এই দ‍ুর্ঘটনা ঘটে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মো. মোছলেম খানের স্ত্রী আনোয়ারা বেগম সকাল আনুমানিক ৯ টায় বাড়িতে গরুর ঘরে থাকা পানির পাম্প চালু করে ঘরের ভিতর ইঁদুরের গর্তে পানি দিচ্ছিলেন। এমন সময় অসাবধানতা বশত কোনভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। কিছুক্ষণ পর নিহতের স্বামী গরুকে পানি খাওয়ানোর জন্য ভূষি নিতে ঘরে ঢুকলে আনেয়ারাকে নিথর অবস্থায় দেখেন। বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে পরিবারের লোকজন আনোয়ারাকে উদ্ধার করে বুঝতে পারে তার মৃত্যু হয়েছে। আনোয়ারা বেগমের দুই ছেলে এক মেয়ে।

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলম তপন জানান, পাম্প ও  তারের কোন ত্রুটি থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।

খবর পেয়ে রায়পুরা থানার এসআই মো. ফরিদ শেখ ঘটনাস্থলে আসেন। সুরতহাল দেখে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সত্যতা পান। এ ব্যাপারে নিহতের পরিবারের কোন অভিযোগ নেই বলেও জানান তিনি।                                       

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads