• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
চক্ষু চিকিৎসায় প্রশিক্ষিত মানবসম্পদ উন্নয়ন আমাদের লক্ষ্য : অধ্যাপক ডা. রবিউল হোসেন

চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের কাছ থেকে ক্রেস্ট গ্রহন করেন মমতাজ বেগম এম.পি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

চক্ষু চিকিৎসায় প্রশিক্ষিত মানবসম্পদ উন্নয়ন আমাদের লক্ষ্য : অধ্যাপক ডা. রবিউল হোসেন

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০২০

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সাথে সংসদ সদস্য মমতাজ বেগমের মত বিনিময় সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জের কণ্ঠশিল্পী মমতাজ বেগমের চক্ষু হাসপাতালে সেবার মান উন্নত করতে অভিজ্ঞতা অর্জনে পাহাড়তলী চক্ষু হাসপাতালে পরিদর্শনে এসে সভায় মিলিত হন। মমতাজ বেগমকে হাসপাতাল প্রতিষ্ঠায় মেধা, অভিজ্ঞতা ও শ্রম এমনকী চিকিৎসাসেবার প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন।

সভায় মমতাজ বলেন, পাহাড়তলী চক্ষুু হাসপাতাল দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে চক্ষুু চিকিৎসায় অনন্য ভূমিকা রাখছে। আমিও চাচ্ছি এই হাসপাতালের অভিজ্ঞতা নিয়ে আমার হাসপাতালের সেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে। বিশ্বব্যাপী এই হাসপাতালের সুনাম যেমন শুনেছি, আজ বিভিন্ন বিভাগ পরিদর্শনে আমি মুগ্ধ হয়েছি।

তিনি বলেন, এক সময় আমার বাবার চোখের সমস্যায় চিকিৎসকের শরানাপন্ন হলে ছানি অপারেশনের নির্দেশ দেন। সেই থেকে চক্ষু হাসপাতাল করার পরিকল্পনার অংশ হিসেবে মনিকগঞ্জে ‘মমতাজ চক্ষু হাসপাতাল’ প্রতিষ্ঠা করি। সভায় উপমহাদেশের চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন মমতাজ বেগমকে চক্ষু হাসপাতালের মনোগ্রাম খচিত ক্রেষ্ট তুলে দেন।

এ সময় অধ্যাপক ডা. রবিউল হোসেন সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, মানসম্পন্ন চক্ষু সেবা প্রদান এমনকি চক্ষু চিকিৎসায় প্রশিক্ষিত মানবসম্পদ উন্নয়ন ও একটি উৎকৃষ্ট চক্ষু চিকিৎসা কেন্দ্র পরিণত করাই হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য। এখানে উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকরা প্রশিক্ষণ নিতে এই হাসপাতালে ছুটে আসেন। এখান থেকে উন্নত প্রশিক্ষণ নিয়ে স্ব স্ব দেশে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, এখনো দেশে বিশাল জনগোষ্ঠি চক্ষু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। বিগত তিন যুগেরও উপরে নগর থেকে গ্রামঞ্চলে মানসম্মত উন্নত চক্ষু চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধিতে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তব্য রাখেন, সিনিয়র কনসালটেন্ট ডা.মুরর্তুজা নুরউদ্দিন, কনসালটেন্ট রাজীব হোসেন, সহকারী ব্যবস্থাপক (মেডিকেল ও প্রোগ্রাম) তাপস চৌধুরী প্রমূখ।

এর আগে সকাল ১০ টায় সাংসদ মমতাজ বেগম কনসালটেন্ট ডা. রাজিব হোসেনকে সাথে নিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডা. রাজীব চক্ষুু হাসপাতালের বিস্তারিত কার্যক্রম ও চিকিৎসা সেবা সম্পর্কে অবগত করেন। এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের উপ-ব্যবস্থাপক (প্রশাসন)মো. রুকনুন চৌধুরী, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) সাজিউল ইসলাম, হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শহীদ ফারুকী, মিডিয়া স্পেশালিস্ট বিশ্বজিৎ পালসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads