• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
গাছের সাথে এ কেমন শত্রুতা !

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গাছের সাথে এ কেমন শত্রুতা !

  • কোটালীপাড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ সেপ্টেম্বর ২০২০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক কৃষকের আড়াইশত চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ জুলাই) সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন ভুক্তভোগী কৃষক। উপজেলার লাটেঙ্গা গ্রামের কৃষক তাপস বৈদ্যের(৫০) জমিতে এমন অমানবিক ঘটনাটি ঘটেছে ।

ভূক্তভুগী কৃষক তাপস বৈদ্য জানায়, গত ৩ মাস আগে আমি নিজ জমিতে আড়াইশত বনজ গাছের চারা রোপণ করি। নিয়মিত পরিচর্যার ফলে চারাগুলো সুন্দর ভাবে বেড়ে উঠেছিল। কিন্তু গত সোমবার সকালে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে জমিতে গিয়ে দেখতে পাই কারা যেন সবগুলো চারার গোড়া কেটে দিয়েছে।

তিনি আরো বলেন, আমার সাথে মানুষের শত্রুতা থাকতেই পারে, কিন্তু আমার গাছের সাথে এটা কেমন শত্রুতা? গাছগুলো কেটে ফেলায় আমি অর্থনৈতিক ও মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। যারা আমার এতো বড়ো ক্ষতি করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads