• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় হাজীগঞ্জে তালের বীজ রোপন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় হাজীগঞ্জে তালের বীজ রোপন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ সেপ্টেম্বর ২০২০

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে হাজীগঞ্জে ৭০০ তালের বীজ রোপন করা হবে।এরই ধারাবাহিকতায় বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে তালের বীজ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাজেদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: জুলফিকার আলী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, উপসহকারী কৃষি অফিসার কামাল হোসেন পাটওয়ারী ও হাবিবুর রহমান পাটওয়ারী এবং উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কর্মচারীবৃন্দ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, উপজেলার বিভিন্ন স্থানে ৭শটি তালের বীজ রোপণ করা হবে। পর্যায়ক্রমে উপজেলার ১২টি ওয়ার্ডে এ তালের চারা রোপন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads