• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী দলের ৪ সদস্যকে আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী দলের ৪ সদস্যকে আটক

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ সেপ্টেম্বর ২০২০

নগদ অর্থ বহনের সময় তিন ব্যক্তির কাছ থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্র দেখিয়ে সাড়ে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি চক্রের ৪ সদস্যকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার ভোরে ঢাকা ও গাজীপুর থেকে এদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার,নগদ দেড় লাখ টাকা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ছিনতাইকারী চক্রটি বিভিন্ন সময়ে কুমিল্লার মুরাদনগর,দাউদকান্দির গৌরীপুর ও সদর দক্ষিন উপজেলার পদুয়ার বাজার থেকে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে সাড়ে ২২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসকল ঘটনার কথা পুলিশের নজরে এলে পুলিশ তৎপর হয়ে তাদের কে আটক করে।

আটককৃতরা হলেন- শেরপুর জেলার শৃীবরদী উপজেলার ধাতুয়া গ্রামের ছাইদুর রহমানের ছেলে মোঃ সুমন মিয়া (৪৫),জয়পুর হাট জেলার আক্কেলপুর উপজেলার মানিক পাড়া গ্রামের আনোয়ারুল হকের ছেলে মোঃ আপেল(৩৩),যশোর জেলার সদর উপজেলার লুৎপফর রহমানের ছেলে মোঃ মনির (৪৫) এবং গাড়ী চালক ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার শাহজাহানের ছেলে মোঃ ইউছুফ(৫২)। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপোর্দ করা হবে বলে পুলিশ সুপার জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ) আজিম-উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) নাজমুল হাসান রাফি ও অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার পাল।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads