• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
দাগনভূঞায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ টাকা জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

দাগনভূঞায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ টাকা জরিমানা

  • দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০২০

দাগনভূঞা পৌর শহরে বাখরাবাদের গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুপুরে অভিযানকালে দুটি বহুতল ভবনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সূত্র জানায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাতকে নিয়ে বের হয় বাখরাবাদ কর্তৃপক্ষ। অভিযানকালে পৌর শহরের বেতুয়া এলাকায় গিয়ে দেখা যায়, ভাই ভাই টাওয়ারে একটি চুলার অনুমোদন নিয়ে ১৪টি চুলা জ্বালানো হয়। ওই ভবনটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকার জহিরুল আলম টাওয়ারের অনুমোদনহীন ৪টি চুলা পাওয়া যায়। অভিযানকালে পৌর শহরের বাংলা হোটেলে অতিরিক্ত ঘনফুট গ্যাস ৫০ হাজার ও গ্র্যান্ড ফুড এন্ড বেকারীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাখরাবাদের গ্যাসের পক্ষ থেকে ফেনী এরিয়া অফিস ব্যবস্থাপক মো: সাহাবুদ্দিন, সহকারী প্রকৌশলী নুর করিম ও কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাখরাবাদের ফেনী এরিয়া অফিস ব্যবস্থাপক মো: সাহাবুদ্দিন জানান, এই অভিযান বাখরাবাদের নিয়মিত একটি অভিযান। যারা অবৈধ সংযোগ সংযোগটি দিয়েছে তাদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads