• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ধনবাড়ীতে খাদ্য অধিদপ্তরের ২৯ বস্তা চাল উদ্ধার!

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ধনবাড়ীতে খাদ্য অধিদপ্তরের ২৯ বস্তা চাল উদ্ধার!

  • ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০২০

টাঙ্গাইলের ধনবাড়ীতে হত দরিদ্রদের খাদ্যসহায়তা হিসেবে খাদ্যবান্ধব ১০ টাকা কেজি দরের  (৮৭০ কেজি) ২৯ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন। 

বুধবার রাত ৮ টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কদমতলী বাজারে (ফয়েজের মোড়) আব্দুল রহিম (৫১) এর বাড়ি থেকে ওই চাল উদ্ধার করা হয়। আব্দুর রহিম ওই গ্রামের মৃত আরফান আলীর ছেলে।

বীরতার ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রহিম সরকারি চালগুলো মজুদ করার সময় স্থানীয়দের চোখে পড়ে এবং তাকে নানা ধরনের প্রশ্ন করে। রহিম সঠিকভাবে উত্তর না দিতে পারায় বিকেলে স্থানীয়রা  প্রশাসনে খবর দিলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইদা খানম ও ওসি (তদন্ত) সৈকত হাসান অভিযান চালিয়ে চাল উদ্ধার করেন। অভিযানের সময় ওই বাড়ির কাউকে বাড়িতে পাওয়া যায়নি।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা বৃহস্পতিবার জানান, ওই রাস্তা খারাপ থাকায় চালগুলো স্থানীয় ইউপি সদস্য শরীফুল ইসলামের জিম্মায় রেখে আসা হয়েছে। উদ্ধারকৃত চাউলগুলো  প্রশাসনের হেফাজতে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads