• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০২০

দখল দূষণে ভরাট হয়ে যাচ্ছে পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদী। নদীর দুই তীর ভরাট করে গড়ে তোলা হচ্ছে পাকা,আধাপাকা স্থাপনা। ইলিশের অভয়াশ্রম হিসেবে পরিচিত আন্ধারমানিক নদী দূষণে এখন মৃতপ্রায়। 

বিশ্ব নদী রক্ষা রক্ষা দিবসে এ আন্ধারমানিক নদী রক্ষার রক্ষার দাবিতে মানববন্ধন করেছে কলাপাড়ার বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন।

আজ রোববার বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের হেলিপ্যাড সংলগ্ন আন্ধারমানিক নদীর তীরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) কলাপাড়া শাখা ও কলাপাড়া পানি জাদুঘরের আয়োজনে নদী রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করে।

বাপা কলাপাড়া শাখার আহবায়ক শাহাদাত হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও পরিবেশ কমী সাংবাদিক মেজবাহউদ্দিন মাননুর সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির ও প্রভাষক বিধান চন্দ্র সাহা, উপকূলীয় জনকল্যাণ সংঘের সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

সভায় বক্তারা আন্ধারমানিক নদীর দখল ও দূষণ রোধে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা ছাড়াও সকল নদী তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি করেন এবং নদী খনন করে ইলিশের অভয়াশ্রম রক্ষার দাবি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads